রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সরাসরি নিয়োগপ্রাপ্ত অফিসারদের ন্যায়সঙ্গত অধিকার, কর্মক্ষেত্রে সুষ্ঠ পরিবেশ নিশ্চিতকরণ, মর্যাদা ও দক্ষতা বাস্তবায়নের লক্ষ্যে সম্পূর্ণ অরাজনৈতিক ও পেশাজীবী সংগঠন হিসেবে রাজশাহী ইউনিভার্সিটি ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৮ মে) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আইকিউএসির সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সংগঠনটি গঠিত হয়েছে।
এসময় মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও মো. রাকিবুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন, রাবির শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান চঞ্চল।
উক্ত সভায় রাবিতে সরাসরি নিয়োগপ্রাপ্ত অফিসারদের (১০ম গ্রেড তদুর্ধ) মর্যাদা, অধিকার, ন্যায়সংগত দাবি, পেশাগত দক্ষতা, কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, সদস্যদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন ও ডিরেক্ট অফিসারদের ন্যায়সংগত অধিকার বাস্তবায়নের লক্ষ্যে সম্পূর্ণ অরাজনৈতিক পেশাজীবী অ্যাসোসিয়েশন হিসেবে সংগঠনটি গঠিত হয়।
এসময় রাজশাহী ইউনিভার্সিটি ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের ১৫ সদস্যবিশিষ্ট একটি গঠনতন্ত্র প্রণয়ন ও টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। বর্তমান রাবি অফিসার সমিতি থেকে নবগঠিত এ সংগঠনের চাঁদা কর্তন বন্ধ ও নতুন ব্যাংক একাউন্ট খোলা, ২০০ টাকা হারে সদস্যদের মাসিক চাঁদার পরিমান নির্ধারণ ও ব্যাংক একাউন্টে জমা করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং গঠিত আহ্বায়ক কমিটি ও উক্ত কমিটির পূর্বের সকল কার্যক্রম অনুমোদিত হয়।