Tuesday , September 27 2022
Home - বিনোদন - বিয়ের বিষয়ে যা বললেন শাকিব খান

বিয়ের বিষয়ে যা বললেন শাকিব খান

 নিউজ ডেস্ক:

অবশেষে দেশে ফিরলেন ঢাকাই সিনেমার ‘কিং খান’ শাকিব খান। বুধবার দুপুর ১২টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। তাকে বরণ করতে শত শত ভক্ত উপস্থিত ছিলেন বিমানবন্দরে।

 

বিমানবন্দর থেকে বের হয়ে দুপুর আড়াইটার দিকে গুলশানের বাসায় যান শাকিব খান। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এ অভিনেতা।

 

তিনি জানান, ‘আমেরিকায় শেষ এক সপ্তাহ মোটেও শেষ হচ্ছিল না। সেই সাত দিন আমার কাছে সাত বছরের মতো মনে হয়েছে। ঢাকায় পা রাখার জন্য মনটা ছটফট করছিল।’

 

এ সময় বিয়ের বিষয় জানতে চাইলে শাকিব বলেন, পরিবার চাচ্ছে আমি সেটেল হই। আমার সুন্দর গোছানো কিছু হোক। এবার যা কিছু হবে, পরিবারের পছন্দেই হবে। এখন আর গোপনে কিছুই করব না। বিয়ে করলে ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে করব।

 

ছেলে আব্রাম খান জয়ের প্রসঙ্গে তিনি জানান, আব্রামের সঙ্গে প্রতিনিয়ত ভিডিওকলে কথা হয়েছে। বাবা-মায়ের সঙ্গেও নিয়মিত কথা বলেছি।