Thursday , July 20 2023
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home - আন্তর্জাতিক - রাশমিকাকে ‘মোস্ট ওয়ান্টেড’ বললেন প্রভাস

রাশমিকাকে ‘মোস্ট ওয়ান্টেড’ বললেন প্রভাস

নিউজ ডেস্ক:

তামিল, তেলেগু, কন্নড়ে দারুণ জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।তবে আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় অভিনয়ের পর ভারতজুড়ে এ দক্ষিণি নায়িকার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। বলিউডে ডাক পড়ে তার। রাশমিকা এখন ভারতের অন্যতম ব্যস্ত অভিনেত্রী।আর সেই রাশমিকাকে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড হিরোইন’ বলে অভিহিত করেছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস।

রাশমিকার নতুন ছবি ‘সীতা রামন’ এর প্রচারে হাজির হয়ে শুক্রবার প্রভাস এমন মন্তব্য করেন।

দর্শকদের ‘সীতা রামন’ দেখার আহ্বান জানিয়ে প্রভাস বলেন, কিছু সিনেমা হলে দেখলেই বেশি উপভোগ করা যায়। ‘সীতা রামন’ তেমনই এক সিনেমা।  সিনেমার শুটিং কাশ্মীর ও রাশিয়ায় হয়েছে। এটা বিগ বাজেটের সিনেমা। ছবিতে রাশমিকা আছেন, যিনি এখন মোস্ট ওয়ান্টেড হিরোইন। এ ছাড়া ছবিতে বড় মাপের তারকাও আছেন।

রাশমিকাকে নিয়ে প্রভাসের এমন মন্তব্য যথার্থই। কারণ এ নায়িকা ব্যস্ততার জন্য অনেকের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন।

বলিউডের দুই ছবি ‘গুডবাই’ ও ‘অ্যানিমেল’-এর শুটিং নিয়ে ব্যস্ত তিনি এখন। এছাড়া মুম্বাইতে ‘অ্যানিমেল’-এর শুটিংয়েও সময় দিতে হচ্ছে। গত সপ্তাহে এই ছবির কিছু দৃশ্যের শুটিং হয় দিল্লিতে। এর মধ্যে শুরু হবে ‘গুডবাই’-এর কাজও।  সব মিলিয়ে দম ফেলার ফুরসত নেই রাশমিকার।  নির্মাতাদের কাছে তিনি এখন মোস্ট ওয়ান্টেডই।

খবর: হিন্দুস্তান টাইমস