নিজস্ব ডেস্ক:
রাজশাহীতে একটি ভবনের দোতলায় চেয়ার-টেবিলে ধ্যান করে বসে রয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পাশেই অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অট্টালিকার একই মেঝেতে এখন অবস্থান করছেন বলিউড তারকা শাহরুখ খান, মি. বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন, খ্যাতিমান অভিনেতা চার্লি চ্যাপলিন, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, ভুবন কাঁপানো কণ্ঠস্বর বব মার্লে, পপ গানের রাজা মাইকেল জ্যাকসন, গায়িকা শাকিরা। রাইফেল কাঁধে সেই ভবনেই দাঁড়িয়ে রয়েছেন বিপ্লবের বিশ্বপ্রতীক চে গুয়েভার, পাশেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও ভারতীয়-বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসুসহ আরও অনেকেই।
পাঠক হয়তো ভাবছেন, এগুলো কীভাবে সম্ভব? হ্যাঁ পাঠক, অবাস্তব মনে হলেও বর্তমানে এসব রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশ্ববিখ্যাত কবি, সাহিত্যিক, রাষ্ট্রনায়ক থেকে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা ও ফুটবলাররা এখন রাজশাহীতে একই ছাদের নিচে অবস্থান করছেন। তবে বাস্তবে নয়! রাজশাহী মহানগরীর উপশহর এলাকার ৩ নম্বর সেক্টরের একটি দ্বিতল ভবনে ‘সেলিব্রেটি গ্যালারি’র মধ্যে তারা অবস্থান করছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- বিশ^বিখ্যাত মানুষদের তৈরী ভাষ্কর্যগুলো (সেলিব্রেটি গ্যালারি) এখন শুধুই উদ্বোধনের অপেক্ষায়। তবে উদ্বোধনের আগেই গত ৬ মে থেকে বিশ্ববিখ্যাত এসব মানুষের ভাষ্কর্য্য দেখতে দর্শণার্থীদের ভিড় রয়েছে চোখে পড়ার মত। সরেজমিনে গিয়ে দেখা গেছে- ‘সেলিব্রেটি গ্যালারিতে’ মহাত্মা গান্ধীর পাশে সাদা শাড়িতে দাঁড়িয়ে আছেন মানবতার দূত মাদার তেরেসা। রয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রিন্সেস ডায়ানাসহ অনেক খ্যাতিমান ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা জানান, ভাষ্কর্য্যগুলো (অবয়বগুলো) নিছকই ফাইবার প্লাসে তৈরি। তবু রক্তে-মাংসের গড়া মানুষ ভেবে ভুল হবে যে কারোরই। রাজশাহীর কৃতি সন্তান খ্যাতিমান ভাস্কর মৃণাল হকের এসব শিল্পকর্মে যেন রাজশাহীতে বসেছে সেলিব্রেটিদের হাট। শুক্রবার (২০ মে) সরেজমিনে গিয়ে দেখা গেছে- দ্বিতল ভবনের সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই চোখে আটকে গেল স্পাইডার ম্যানে। যেন সিঁড়ির ওপরেই ঝুলে রয়েছে শিশুদের প্রিয় এই মারভেল সিরিজের চরিত্রটি। দোতলার প্রথম কক্ষটিতে সাজানো এক সারি আবক্ষ মূর্তি। এখানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় চার নেতা এএইচএম কামারুজ্জামান, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, মীর মশাররফ হোসেন, আব্দুল গাফ্ফার চৌধুরী প্রমুখ।