Thursday , March 21 2024
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home - সাহিত্য ও সংস্কৃতি - গাজী আশা’র “অবেলা’’
uttarancholnews24

গাজী আশা’র “অবেলা’’

 বেলা শেষের সময়টা হঠাৎ খুজে ফিরি

তোমার উপস্থিতি,

কুয়াশায় মাখানো বিকেলের মিষ্টি ঘ্রাণ

ভরিয়ে রেখেছে একলা একা সময় গুলো।

চিবুকের নিচে স্থান পেয়েছে যৌবনের মহা সমুদ্র,

গোলাপ পাপড়ি যুক্ত ঠোট হয়ে উঠেছে

কামনায় ভরা মহাকাল।

দু’চোখের পুতুলটায় ভর করে প্রকৃতীর

দেয়া ভালোবাসার অমোঘ কালো নেশা,

বেলা শেষের কামনা গুলো ফিরতে চায়

পুরোনো সেই দক্ষিন হাওয়ার ঘরটিতে—

 যেখানে প্রতিটি আসমুদ্র হিমাচল

তোমার অপেক্ষায় কাটিয়েছি এই আমি,

যার মাঝেই তোমার অনন্ত কালের বসবাস।