Tuesday , July 18 2023
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home - লালপুর - লালপুরে টিউবয়েলের পানির ডোবায় পড়ে শিশুর মৃত্যু
uttarancholnews24

লালপুরে টিউবয়েলের পানির ডোবায় পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নাটোরের লালপুরে টিউবয়েলের পানির ডোবায় পড়ে সজল আহম্মেদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সজল উপজেলার ধুপইল গ্রামের আবিবর হোসেনের নাতি ও ঝিনাইদহ এলাকার আব্দুল গফুরের ছেলে।

আজ শুক্রবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউপির ধুপইল চকপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত সজল ধুপইল চকপাড়া গ্রামে তার নানা আবিরের বাসায় থাকতো। আজ সকালে বন্ধুদের সঙ্গে খেলাকরতে যায় এসময় সে পরিবারের সদস্যদের আড়ালে নিজ বাড়ির টিউবয়েলের ডোবায় পরে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে টিউবয়েলের ডোবায় সজল কে পরে থাকতে দেখে পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে ধুপইল ২নং ওয়ার্ড সদস্য আকরাম হোসেন ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন।