Tuesday , March 19 2024
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home - সাহিত্য ও সংস্কৃতি - বিশ্বের বিস্ময় শেখ হাসিনা
uttarancholnews24

বিশ্বের বিস্ময় শেখ হাসিনা

সরোয়ার জাহান মানিক
……………………………………
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা
জননেত্রী শেখ হাসিনা ৷
ষোল কোটি জনতার ঠিকানা
দেশরত্ন, জ্ঞানে-গুণে অনন্যা৷
তুমি আজ মানবতার মা
তোমার হয় না তুলনা ৷


দেশের জন্য সব হারিয়েছ
দেশকে তবু ভালোবেসেছো অবিরত ৷
পরিবারের রক্তের ঋণ শোধ হবে না,
ধন্য বাংলাদেশ তোমাকে পেয়ে শেখ হাসিনা ৷
বাবার চোখে স্বপ্ন দেখেছ
স্বপ্নের পথে হেঁটে চলেছো ৷


উন্নয়ন অগ্রযাত্রার পথিক তুমি,
বিশ্বের রোল মডেল বাংলার ভূমি ৷
স্বাধীনতার পতাকা রেখেছ সমুন্নত,
অন্যায়ের কাছে কখনো করোনি মাথা নত ৷


সন্ত্রাস-জঙ্গী করেছো দমন,
স্যাটেলাইট যুগে উদারতার উদাহরণ ৷
দুর্ণীতিকে করো নি কভু বরণ,
বীর মুক্তিযোদ্ধাদের করেছো মূল্যায়ন ৷
রাজাকারদের সাজা দিয়েছ৷

পৈত্রিক সম্পদও দিয়েছ বিলিয়ে,
সেবাই ধর্ম, ভাবো নি কি পেলে৷
বহুবার স্পর্শ করতে চেয়েছে মরণ,
দাবাতে পারে নি কোন ভীতির কারণ ৷


দেশ ছাড়িয়ে আজ বিশ্ব নেতৃত্ব
সকল দেশের সাথে বজায় ভাতৃত্ব ৷
বিশ্ববাসী দিয়েছে তাই কত সম্মাননা ৷
তোমার হবে জয়, হবেই নিশ্চয়,
শেখ হাসিনা তুমি বিশ্বের বিস্ময় !!!