Tuesday , January 24 2023
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home - রংপুর বিভাগ - রংপুর - পীরগঞ্জে স্পিকার সংসদ সদস্য প্রার্থী, এলাকায় আনন্দ মিছিল
uttarancholnews24

পীরগঞ্জে স্পিকার সংসদ সদস্য প্রার্থী, এলাকায় আনন্দ মিছিল

রংপুর সংবাদদাতা : আসন্ন একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৬ পীরগঞ্জ আসন থেকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবার আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করায় পীরগঞ্জ উপজেলা সদরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার নৌকার পক্ষে ভোট চেয়ে এবং স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে।

দলীয় সূত্র জানায় রংপুর-৬ পীরগঞ্জ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি। তিনিই এখানে কয়েকবার আওয়ামী লীগ থেকে দলীয় সংসদ প্রার্থী হয়ে আসছেন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে আসনটিতে বিজয়ী হওয়ার পর উপনির্বাচনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি নির্বাচিত হন। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সরাসরি সংসদ প্রার্থী হিসেবে স্পীকার মনোনয়নপত্র সংগ্রহ করায় তাকে শুভেচ্ছা ও নৌকা মার্কায় ভোট চেয়ে উপজেলা আওয়ামী লীগ আনন্দ মিছিল করেছে। পরে দলীয় কার্যালয়ে এক সভায় স্থানীয় নেতৃবৃন্দ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, স্থানীয় আর কোনো প্রার্থী দলটি থেকে মনোনয়ন সংগ্রহ করবেন না বলে দলীয় সূত্রে জানা গেছে।