Sunday , March 17 2024
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home - মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ঐতিহ্য - গনহত্যা দিবস উপলক্ষে লালপুরে গনকবর জিয়ারত, র‌্যালী ও স্মৃতিচারনমূলক গল্পের আয়োজন

গনহত্যা দিবস উপলক্ষে লালপুরে গনকবর জিয়ারত, র‌্যালী ও স্মৃতিচারনমূলক গল্পের আয়োজন

নিজস্ব প্রতিবেদক : গনহত্যা দিবস উপলক্ষে আজ রোববার (২৫ মার্চ) সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে গনকবর জিয়ারত, র‌্যালী

ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারনমূলক বিভিন্ন গল্প বলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। সাংসদ মুক্তিযুদ্ধের স্মৃতিচারনা মূলক বক্তব্য রাখেন। এছাড়া সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন ও রাত ৯ টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশের ন্যায় ১মিনিট বিদ্যুৎ হীন অন্ধকারে থাকবে লালপুরবাসী। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সকল কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, লালপুর থানা ওসি আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সহ সভাপতি আজবার আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য ফিরোজ আল হক ভূইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ। এছাড়াও এসময় উপজেলার মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরর শিক্ষক ও শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।