Sunday , March 17 2024
সদ্যপ্রাপ্ত সংবাদ
Home - রাজশাহী বিভাগ - পাবনা - পাবনায় স্বাধীনতার যুদ্ধে প্রথম শহীদ রাজু: ভূমিমন্ত্রী

পাবনায় স্বাধীনতার যুদ্ধে প্রথম শহীদ রাজু: ভূমিমন্ত্রী

পাবনা সংবাদদাতা : ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন ১৯৭১ সালের ২৯ মার্চ পাবনার মাধপুরে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধে শহীদ হয়েছিলেন রাজু। রাজু, রাজ্জাকসহ ১৭জন সহযোদ্ধা পাকিস্তানি সেনাদের ভারী অস্ত্রের গোলায় মারা পড়েছিল সেদিন। সেদিনটির স্মৃতি তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আজ শনিবার ঈশ্বরদী রূপপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শামসুর রহমান শরীফ মুক্ত মঞ্চ উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শরীফ এ কথা বলেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ডীন ড. শামীমুর রহমান, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, পাকশি ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলাদেশকে চীন, জাপান, ফ্রান্স, গ্রেট ব্রিটেন এর কাতারের দেশে দাঁড় করাতে অবিরাম প্রচেষ্টা চালাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলার পাশাপাশি শতভাগ জিপিএ-৫ পাওয়ার লক্ষ্যে পড়াশুনা চালিয়ে যেতে হবে। ভূমিমন্ত্রী একাত্তরের মুক্তিযুদ্ধের রূপপুরের জীবিত বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদেরকে সংবর্ধনা প্রদান করেন।